এক অভিজাত পাঁচতারা হোটেলে। তারকাখচিত এই অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। আনুষ্ঠানিক ভাবে লোগো প্রকাশ করলেন কোম্পানীদ চেয়ারম্যান চৈতন্য জঙ্গা, প্রধান সম্পাদক পিভিএস ভার্মা, রাজনীতিবিদ চন্দ্র কুমার বসু, অভিনেত্রী মৌবনী সরকার, সঙ্গীত শিল্পী মধুপর্ণা গাঙ্গুলী, কৌশানী ঘোষ এবং বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। কোম্পানির চেয়ারম্যান চৈতন্য জঙ্গা জানান যে তারা পূর্ব ভারতের সংবাদ ও
বিনোদন জগতে অভাবনীয় পরিবর্তন আনতে চলেছেন। তাদের অন্যান্য সংস্থা গুলির মধ্যে মডেলিং ও গ্রুমিং সংস্থা এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানীও আছে যেগুলি সর্বভারতীয় স্তরে কাজ করে থাকে। সংস্থার সর্ব ভারতীয় প্রধান সম্পাদক পি ভি এস ভার্মা জানান যে নিরপেক্ষ ও নির্ভীক সংবাদই পূর্ব ভারতের মানুষের কাছে যাতে পৌঁছায় তিনি সেই দিকটিতে বিশেষ নজর রাখবেন। মধুপর্ণা গাঙ্গুলীর "ধনধান্যে পুষ্পে ভরা" গানটি এই দিনের বিশেষ আকর্ষণ ছিল।
No comments:
Post a Comment