ধন পুরস্কার : করিমগঞ্জের ২৩৬ জন সর্দারকে গুয়াহাটিতে চা বাগিচা ধন পুরস্কার - Songoti

ধন পুরস্কার : করিমগঞ্জের ২৩৬ জন সর্দারকে গুয়াহাটিতে চা বাগিচা ধন পুরস্কার

Share This

পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ, আসাম : রাজ্য সরকারের ঘোষণা করা চা বাগিচা ধন পুরস্কারের ৩য় কিস্তি প্রদানের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার করিমগঞ্জ জেলার ২৩৬ জন চা বাগান সর্দার ও শ্রমিক গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। মোট ৭টি বাসে করে চা বাগান সর্দার ও শ্রমিক গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেন। করিমগঞ্জের জেলা উন্নয়ন আয়ুক্ত (DDC) বিক্রম দেব শর্মা new karimganj rail

 station-র পাশে flag off করে এই যাত্রার সূচনা করেন। গুয়াহাটির খানাপাড়াস্থিত পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের ময়দানে আনুষ্ঠানিকভাবে সর্দার ও শ্রমিকরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে এই কর্মসূচির অধীন করিমগঞ্জ জেলায় মোট ১৫,৫৫৯ জন চা বাগান শ্রমিককে ৩য় কিস্তির রাশি হিসেবে ৩০০০ টাকা তাদের bank account-এ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০০৮ ও ১৯ সালে দুই কিস্তিতে আড়াই হাজার টাকা করে দেওয়া হয়। বিমুদ্রাকরণের ফলে চা বাগান কর্মীদের bank account খোলার জন্য উৎসাহ দিতে intensive হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।

No comments:

Post a Comment