মাইজগ্রাম জিপিতে শতাধিক লোক বিজেপিতে - Songoti

মাইজগ্রাম জিপিতে শতাধিক লোক বিজেপিতে

Share This

পাঞ্চজন্য রায়, মাইজগ্রাম, আসাম : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বের উপর আস্থা রেখে ও বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভার মাইজগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৫০ জনের অধিক লোক বিজেপিতে যোগদান করলেন। এ উপলক্ষে দলের মন্ডল সভাপতি পাপলু দেবের পৌরোহিত্যেয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে

 গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন প্রাক্তন বিধায়ক তথা AIDC chairman মিশনরঞ্জন দাস। বলেন রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ১০০+। কিন্তু জনমনে বিজেপির প্রতি যে উৎসাহ তাতে খুশি ব্যক্ত করে মিশনরঞ্জন বলেন, ১০০+কে অতিক্রম করতে সক্ষম হবে বিজেপি। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার সাধারণ জনগণের জন্য যে সব জনমুখি প্রকল্প হাতে নিয়েছে সেগুলো বিস্তারিতভাবে বর্ণনা করে এগুলোর সুবিধা যাতে সকলে অর্জন করতে পারে সেজন্য দলীয় কর্মীদের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন প্রাক্তন বিধায়ক। জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, কংগ্রেস সরকার করিমগঞ্জের উন্নয়নে কি কি প্রকল্প হাতে নিয়েছে তা নির্বাচনের আগে জানতে চাইবেন জনগণ। তিনি বলেন, ২১-র নির্বাচনের পর রাজ্যে ২য় বার ক্ষমতায় আসছে বিজেপি। বিজেপির উন্নয়নমূলক প্রকল্পগুলো যেভাবে মানুষের কাছে পৌঁছেছে, তার নিরিখেই জনগণ এবার ভোট দেবেন বলেন আশা ব্যক্ত করেন সুব্রত ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরিষা-মহিশাসন মন্ডল সভানেত্রী শান্তা চৌধুরী, লাকিরানি দাস, পরিমল রুদ্রপাল প্রমুখ।

No comments:

Post a Comment