দেবাশিস ঘোষ , চাঁচল : বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই মালদহের চাঁচল থানা এলাকার বিভিন্ন প্রান্তে শনিবার কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করল। পুলিশ সূত্র থেকে জানা যায় , চাঁচল-১ ও ২ব্লকের দুটি এলাকাতেই সশস্ত্র জওয়ানেরা এদিন রুটমার্চ করে । সকালে ধানগাড়া ও মহানন্দপুর এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে । বিকেলে মকদমপুর ও শীতলপুর এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে । চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ নেতৃত্ব দেন ।তাঁর সঙ্গে চাঁচল থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরাও ছিলেন । কেন্দ্রীয় বাহিনীর টহলের পাশাপাশি তাঁরা ওই এলাকার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন ও ভোটারদের সঙ্গে কথাও বলেন ।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment