ক্লাসিক্যাল কনফারেন্স। করোনা পরিস্থিতি'র সমস্ত বিধি মেনেই অনুষ্ঠিত হয় এই কনফারেন্স। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা, পন্ডিত তেজেন্দ্র নারায়ন মজুমদার, পন্ডিত তন্ময় বোস, পন্ডিত শুভঙ্কর ব্যানার্জি সহ অনেকেই।
সুরে - ছন্দে - তালে এক যুগলবন্দি সন্ধ্যায় পন্ডিত তরুণ ভট্টাচার্যের সন্তুর ও সঙ্গে পন্ডিত দেবাশিস ভট্টাচার্যের স্লাইড গিটার (তবলায় ওস্তাদ সাবির খাঁ) যেমন শ্রোতা মনমুগ্ধ হয়ে শুনেছেন, তেমনি অনুষ্ঠানের অন্তিম দিনে পন্ডিত তেজেন্দ্র নারায়ন মজুমদার ও ইন্দ্রায়ুধ মজুমদারের সরোদ এবং পন্ডিত বিক্রম ঘোষের সঙ্গত মননের মনিকোঠায় শ্রোতা স্থান দিয়েছেন - শ্রোতা মহলের অনেকেই জানিয়েছেন, "লকডাউনের পর এইরকম আবার অনুষ্ঠানে শ্রোতা হিসেবে থাকতে পেরে আবার রিফ্রেশ লাগেছে"।।
ফোটো সৌজন্যঃ শিল্পী সাম্ভমুর্তি
No comments:
Post a Comment