খাদ্য সামগ্রী সরবরাহ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ নদীয়া জেলার পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতির অঙ্গনওয়াড়ি কর্মী সদস্যদের - Songoti

খাদ্য সামগ্রী সরবরাহ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ নদীয়া জেলার পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতির অঙ্গনওয়াড়ি কর্মী সদস্যদের

Share This

 বার্তা প্রতিবেদন, নদীয়া ঃ আরো একবার রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দিলেন নদীয়া জেলার পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতির অঙ্গনারী কর্মী সদস্যরা। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি প্রতিনিয়ত তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে সরকারের বেশ কিছু বিভ্রান্তি মুলক নীতির জন্য। বিক্ষোভকারীদের দাবির প্রতি মাসে সরকারের তরফে যে পরিমাণ খাদ্য সামগ্রী সরবরাহ করার কথা, নিয়মিতভাবে তার থেকে কম পরিমাণ খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। তাদের দাবি গত জুলাই মাস থেকে ছোলা বিতরণ করার কথা বলা হয়েছে, কিন্তু প্রথম মাসে ছোলা দেওয়ার পর থেকে আর কোনো মাসেই সরকারের তরফে ছোলা দেওয়া হয়নি। সরকারের তরফে আইসিডিএস এর কর্মীদের অনলাইনে ক্লাসের কথা জানানো হয়েছিল, কিন্তু অনলাইনে ক্লাসের জন্য কর্মীদের কোন রকম ফোন সরবরাহ করা হয়নি।

অঙ্গনওয়াড়ি কর্মীদের বক্তব্য তারা তাদের দাবি BPO সাহেবকে জানিয়েছেন এবং BPO সাহেব তাদের দাবি উপর মহলে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং একই সঙ্গে এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তাদেরকে।

No comments:

Post a Comment