মানুষের তরে, তাপস চ্যাট্টার্জী ও লালকুঠী পাথরনগরী'র নেতাজী সংঘ - Songoti

মানুষের তরে, তাপস চ্যাট্টার্জী ও লালকুঠী পাথরনগরী'র নেতাজী সংঘ

Share This


পায়েল পাল, কলকাতাঃ মানুষের জন্য, মানুষ আমরা। কথাটা বাস্তবে পরিপূর্ণ করলেন বিধাননগর পৌরনিগমের ডেপুটি চেয়ারম্যান ও ক্লাবের সম্পাদক তাপস চ্যাটার্জি-র পৃষ্ঠপোষকতায় নেতাজী সংঘ। এবারের কালীপুজোয় থিম ছিল ‘মনাদা’। তিনি আর কেউ নন, এলাকায় দীর্ঘদিন ধরে রিক্সা চালিয়ে 

৭৪ বছর বয়সী মনাদা-কে এককালীন দু লক্ষ টাকার চেক প্রদান মুহুর্ত

জীবিকা নির্বাহ করতেন। সেই ৭৪ বছর বয়সী মনাদা-কে এককালীন দু লক্ষ টাকার চেক তাঁর হাতে তুলে দেওয়া হয়। তুলে দিলেন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতা কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুজিত বসু'র শিক্ষার্থী'র বৃত্তি প্রদান 

এই অনুষ্ঠানে বাপি দত্ত মঞ্চে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুজিত বসু, ভারপ্রাপ্ত পরিষদীয় মন্ত্রী তাপস রায়, মন্ত্রী ডাঃ নির্মল মাঝি, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী, প্রশাসক মন্ডলীর সদস্য রহিমা বিবি, সুধীর সাহা, রাজেশ চিরিমার, প্রণয় রায়, বীরেন্দ্র নাথ বিশ্বাস, দেবাশিস জানা, দেবরাজ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহঃ আফতাব উদ্দিন সহ বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটির সুচারুভাবে পরিচালনা করেন অনুষ্ঠানের 

বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী'র ভ্রাতা প্রদান মূহুর্ত

সভাপতি বিধাননগর পৌরনিগমের ডেপুটি চেয়ারম্যান ও ক্লাবের সম্পাদক তাপস চ্যাটার্জি। তাঁর সঙ্গে সহযোগিতা করেন শ্যামাপূজা কমিটির সভাপতি অরূপ বিশ্বাস, নেতাজী সংঘের অন্যতম উপদেষ্টা এবং রাজারহাট-গোপালপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রতিনিধি গোপা চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক অলোক পাল ও সঞ্জীব মান্না সহ ক্লাবের সমস্ত সদস্য ও সদস্যা বৃন্দ।

মন্ত্রী ডাঃ নির্মল মাঝি'র জীবন বিমা প্রদান

No comments:

Post a Comment