থিয়েটার থেকে সিনেমা হলে, চলো পটল তুলি কেমন হলো ? - Songoti

থিয়েটার থেকে সিনেমা হলে, চলো পটল তুলি কেমন হলো ?

Share This

 শিবরাম চক্রবর্তী'র লেখনিতে চলো পটল তুলি  বাংলা সাহিত্যের এক অনন্য নাটক । চার্বাক নাট্যসংস্থার হাত ধরে শহরে প্রথম প্রদর্শিত হয় এই নাটক। তবে করোনা মহামারী'র মরশুমে বাংলা প্রেমী মানুষেদের নতুন হাস্য কৌতুক সম্পন্ন সিনেমা উপহার দিতে চান পরিচালক ও সঙ্গীত পরিচালনা অরিন্দম গাঙ্গুলী, প্রযোজক শাঁওলী মজুমদার।

   সাধারনত, বাংলা সিনেমায় নাটক থেকে স্ক্রীন প্লে খুব একটা হয় না বললেই চলে, তার উপর হাস্য কৌতুক সম্পন্ন সিনেমা... সেক্ষেত্রে আধুনিক বাংলা সিনেমায় খুব একটা প্রচলন নেই বললেই চলে। অভিনয় প্রতিটি কলকুশলী'র যথাযথ, বাড়তি কোথাও মনে হচ্ছে না। পরবর্তীতে আসা যাক আবহ সঙ্গীত, বা মিউসিক  সবটাতে বেশ মজার সুর এবং লিরিক তৈরী করা হয়েছে। সবচাইতে বেশি গ্রহ্ণ যোগ্যতা পেয়েছে  জগত্তারীনী (খেয়ালী দস্তিদার) এবং অশ্বীনি চাকলাদারের (সব্যসাচী চক্রবর্তী) রোম্যান্টিকস্ক্রীন প্লে। 
    দম ফাটা হাসি'র এক নির্যাস চলো পটল তুলি। বাংলা সিনেমাকে অন্য আঙ্গীকে তুলে ধরলেন পরিচালক অরিন্দম গাঙ্গুলী। 

No comments:

Post a Comment