শান্তি - ভার্চুয়ালেই ক্লাসিক্যাল কন্সার্টের স্বাদ দেবে আরতি ফাউন্ডেশন - Songoti

শান্তি - ভার্চুয়ালেই ক্লাসিক্যাল কন্সার্টের স্বাদ দেবে আরতি ফাউন্ডেশন

Share This

 মহামারি করোনা যেমন সাধারণ জনজীবনকে তোলপাড় করেছে তাঁর থেকে বাদ পড়েনি পার্ফমিং আর্টিস্টরা। তাই মঞ্চে পর্দা ওঠার পর যে নৃত্য বা সঙ্গীতে'র তাগিদে শ্রোতা বা দর্শক ভিড় করেন তা করোনা মহামারির জন্য বন্ধ, ফলত আর্টিস্ট ও তাঁর অনুসাঙ্গিক মানুষদের জন জীবন ক্ষতিগ্রস্থ হচ্ছে দিনের পর দিন। সেই ক্ষতি বিশালকৃতি হওয়ার আগেই রাশ টেনে ধরার প্রচেষ্টা করেছে সিতারবাদক পন্ডিত কুশল 

 

 দাসের মায়ের নামাঙ্কিত আরতি ফাউন্ডেশন। দীর্ঘ ৪ বছর ধরে এই ফাউন্ডেশন নবগত কলাকুশলীদের পরিচিতি'র কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। তাই মঞ্চে না হোক ভার্চুয়ালী আবার সুর - তাল - ছন্দ - লয় এর মাধ্যমে দর্শকের সাথে মিশতে ও মেশাতে চাইছেন শান্তি নামক এই ভার্চুয়াল অনুষ্ঠানে তাঁরা। যদিও প্রথম এপিসোড অনুষ্ঠিত হয়েছিল ২৫ শে জুলাই এবং দ্বিতীয় এপিসোড অনুষ্ঠিত হবে আগামী ২৯ শে অগস্ট, থাকবেন উস্তাদ রশিদ খান, তবলায় পন্ডিত শুভঙ্কর ব্যানার্জী,হারমোনিয়ামে হিরন্ময় মিত্র এবং সারঙ্গীতে সারোয়ার হুসেন। টিকিট পাওয়া যাবে ভারতে জন্য পেটিএম ইন্সাইডার এ এবং Viewcy.com সম্পূর্ণ বিশ্বের জন্য।।

No comments:

Post a Comment