বার্তা প্রতিবেদন : দিল্লি, মুম্বই ও চেন্নাইতে বিমান যাবে কলকাতা থেকে। প্রতিদিন তিনটি করে বিমান ওই শহরগুলিতে যাবে এই শহর থেকে। কলকাতা বিমানবন্দর সূত্রে এখবর জানা গিয়েছে। তবে করোনা সংক্রমণ রুখতে দিল্লি, মুম্বই, পুনে, চেন্নাই, নাগপুর ও আমেদাবাদ থেকে কোনও বিমান আপাতত কলকাতায় আসবে না। মূলত কলকাতা থেকে দেশের তিনটি মেট্রো শহরে যাত্রীবাহী বিমান পরিষেবা ফের চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে একটি এয়ারলাইন্স সংস্থা। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক
ভট্টাচার্য বলেন, ছ'টি শহর থেকে কলকাতায় বিমান আসায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু কলকাতা থেকে ওই ছয় শহরে বিমান যেতে পারবে না, এমন কোনও নির্দেশ নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা এয়ারলাইন্সের কাছে আবেদন জানিয়েছিলেন। তার ভিত্তিতে এই ব্যবস্থা বলে এয়ারলাইন্স সংস্থা সূত্রে খবর। এদিকে চার্টার্ড বিমান সংস্থা চালু হচ্ছে। মঙ্গলবার কুয়েত থেকে একটি চার্টার্ড বিমান কলকাতায় আসার কথা রয়েছে বলে বিমানবন্দরের অধিকর্তা জানিয়েছেন। পাশাপাশি দুবাই থেকে কলকাতায় বিমান আসার কথা রয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। ৫ জুলাইয়ের পর এই প্ৰথম দুটি চার্টার্ড বিমান দমদম বিমানবন্দরে যাত্রী নিয়ে আসছে।
No comments:
Post a Comment