বার্তা প্রতিবেদন, নয়াদিল্লি : করোনায় সুস্থতা বাড়লেও একইসঙ্গে এই সংক্রান্ত সচেতনতা বৃদ্বিও জরুরি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের বাসিন্দাদের মধ্যে করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে অভিনব পন্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। শুধুই ভোকাল টনিক নয়, করোনা সচেতনতা বাড়ানোর জন্য কেন্দ্র হাতিয়ার করছে শর্ট ফিল্ম, দেওয়াল-চিত্রকেও। করোনা মোকাবিলায় কেন সামাজিক দূরত্ববিধি মেনে চলা প্রয়োজন, কেনই বা নিজেকে
প্রতিকী ছবি |
সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি, কীভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, নতুন পথে হেঁটে এবার গ্রামাঞ্চলের মানুষকে সেই পাঠ দেবে জলশক্তি মন্ত্রক। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রের খবর নিজের আচরণের আমূল পরিবর্তন ঘটিয়ে কীভাবে করোনা মোকাবিলা সম্ভব, শর্ট ফিল্ম, দেওয়াল চিত্রের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের কাছে মূলত তাই ধরা হবে। জলশক্তি মন্ত্রকের আওতায় থাকা পানীয় জল এবং নিকাশি বিভাগের হাতেই দেওয়া হয়েছে এই দায়িত্ব। কী থাকছে এই বিশেষ কর্মসূচিতে? এক্ষেত্রে গ্রামাঞ্চলের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে বেশ কিছু সৃজনশীল বিষয়বস্তু। প্রধানত পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্ববিধি, এই দুটো বিষয়কে প্রাধান্য দিয়ে তৈরি হচ্ছে যাবতীয় শিল্পকলা। যা দেখে সামগ্রিক বিষয়টির আঁচ পাবেন গ্রামাঞ্চলের মানুষ।
No comments:
Post a Comment