বার্তা প্রতিবেদন, কলকাতা : আগস্টের প্রথম সপ্তাহ থেকে ফের ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের কাজ শুরু হবে। বউবাজারের কাছে টানেল বোরিং মেশিনের কাজ চলছিল। কিন্তু গত ৭ জুলাই থেকে তা বন্ধ হয়ে যায়। ওই অংশে কর্মরত ১৪ জন শ্রমিক ও সুপারভাইজার করোনা সংক্রমিত, এই বিষয়টি সামনে আসার পরই বন্ধ হয়ে যায় কেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এক আধিকারিক বলেন, আমরা স্বল্প সংখ্যক শ্রমিকদের বিভিন্ন শিফটে এনে কাজ করাব। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির ওপর গুরুত্ব দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী সপ্তাহের গোড়া থেকে টানেলের কাজ শুরু হয়ে যাবে।
ফের শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ আগস্টের গোড়া থেকে
Share This
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment