খরদা মনন ওয়েলফেয়ার সোসাইটি এবং লায়ন্স ক্লাব ম্যাগনেটস – এর যৌথ আয়োজনে হবে আজ গাছ লাগানো এবং পুকুরে মাছ ছাড়া - Songoti

খরদা মনন ওয়েলফেয়ার সোসাইটি এবং লায়ন্স ক্লাব ম্যাগনেটস – এর যৌথ আয়োজনে হবে আজ গাছ লাগানো এবং পুকুরে মাছ ছাড়া

Share This
বার্তা প্রতিবেদন, কলকাতাঃ খরদা মনন ওয়েলফেয়ার সোসাইটি এবং লায়ন্স ক্লাব ম্যাগনেটস – এর যৌথ আয়োজনে আজ বারুইপুর সিতাকুন্ড স্নেহ কুঞ্জ নামক একটি অনাথ আশ্রমে গাছ লাগানো এবং পুকুরে মাছ ছাড়া হবে।


আম্ফানে গাছ উপরে পড়ে যে ক্ষতি হয়েছে তাতে অল্প রোধের প্রচেষ্টার জন্যই এই উদ্যোগ। শুধু তাই নয় আশ্রমের শিশুরা যাতে পুষ্টি কর মাছ খেতে পারে তাই পুকুরে মাছ ছাড়া হয়ে বলে জানিয়েছেন খরদা মনন ওয়েলফেয়ার সোসাইটি’র সম্পাদিকা লিপিকা সেন চ্যাট্টার্জী। লায়ন্স ম্যাগনেটস এর চার্টার প্রেসিডেন্ট আশিষ বসাক জানিয়েছেন, সমাজএর মঙ্গলার্থে আমাদের যতটুকু করা সম্ভব আমরা তাই করব। সঙ্গতি এই মহান উদ্যোগে সামিল হতে পেরে আপ্লুত।

No comments:

Post a Comment