রবির প্রতি ২৫ শে | সুদীপ্ত আচার্য্য | সাহিত্যগ্রাফি - Songoti

রবির প্রতি ২৫ শে | সুদীপ্ত আচার্য্য | সাহিত্যগ্রাফি

Share This

"এই দুর্গমে,..পঁচিশে বৈশাখের প্রৌঢ় প্রহরে
তোমরা এসেছ আমার কাছে।
জেনেছ কি - 
আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত,
অনেক নিরবচ্ছিন্ন,অনেক উপেক্ষিত?"
হে রবি...তুমি তো চির অসমাপ্ত
চির বসন্তের কাঙাল প্রেমিক;
নির্মল হোক তব সকল সুন্দর -
যা কিছু প্রাণের চির মঙ্গল
করিয়াছ দান পূর্ণ কর ভরে,
প্রকৃতির অঙ্গে অঙ্গে করিয়াছ শিহরিত,
স্নিগ্ধ স্নাত হিয়ার বক্ষ হতে,
আজ পরশে পরশে আহ্বান বাণী মুখরিত
আজ ছন্দে ছন্দে শঙ্খের নিনাদ
তব জয়ধ্বনি আকাশ বাতাস ব্যাপী -
"তোমারে রাখি যে বাঁধিয়া
হে রবি ,এমন নাহিকো আমার বল।"
তুমি দিয়েছ ধরা নীরবে হৃদয়ে মম।
শয়নে স্বপনে চেতনে মননে -
তোমার সৃষ্টির পথ ধরে চিন্তা পেয়েছে সত্তা।
আজ থেকে শতবর্ষ পরেও 
কণ্ঠে কণ্ঠে কম্পিত হবে পুষ্পার্ঘ্য তব পদে,
 মোর শেষ বসন্তে ভগ্ন মন্দির হতে।।

No comments:

Post a Comment