বার্তা প্রতিবেদন, কলকাতাঃ ২০১৪ সালের জনপ্রিয় বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো সা - রে- গা - মা - পা'র অংশগ্রহণকারীদের মনে আছে? হ্যাঁ আমি অন্বেষা, ঋক, অহেঞ্জিতা, আরফিন, পূজা, কমলিকা, প্রণয়, তমোজিৎ, অরিত্র'দের কথা বলছি। দীর্ঘ লকডাউনে মানুষের মানসিক কিছুটা স্বস্তি ও শান্তি দিতে তাঁদের প্রয়াস "আসবে সুদিন", এটি একটি যৌথ উদ্যোগে তৈরী গান যার সুর ও গীতিকার তমোজিৎ এবং আয়োজন করেছে ঋক সাথে গলায় সঙ্গত দিয়েছে ১৪'র এই ন'জন। নিচে রইল লিঙ্ক শুনে নিন -

আসবে সুদিন, স্বস্তি ও শান্তি বার্তায় ১৪ সালের সা - রে- গা - মা - পা'র ন'জন
Share This
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment