করোনা'র মোকাবিলায় কলকাতা পুলিশের সঙ্গে কাঁধ মেলালো রক্ষক ফাউন্ডেশন - Songoti

করোনা'র মোকাবিলায় কলকাতা পুলিশের সঙ্গে কাঁধ মেলালো রক্ষক ফাউন্ডেশন

Share This

পল্লবী বোস, কলকাতাঃ কোভিদ -১৯, বা করোনা'র মোকাবিলার জন্য কেন্দ্র সরকারের ২১ দিন দেশব্যাপী লোকডাউন ঘোষনা তা কারোরই অজানা নয়। কিন্তু ২১ দিনের লোকডাউনের  প্রতিটি সেকেন্ড ভগান্তি হচ্ছে বহু দিন 


আনা - দিন খাওয়া মানুষদের। তাঁর মধ্যে বাদ পড়েন না যৌনকর্মীরাও। তাই রক্ষক ফাউন্ডেশনের ঐকান্তিক প্রচেষ্টায় ও কলকাতা পুলিশের সাহায্যে প্রৌঢ় যৌনকর্মী পরিবারদের মুখে অন্ন তুলে দেওয়া হল। প্রৌঢ় কর্মীরা দরবার নামক সংগঠন এবং নবদিশা সংগঠনের সাথে যুক্ত পথবসী মানুষদেরই মূলত এই 


রেশন প্রদান করা হয়। সম্প্রতি শহরের চারু মার্কেট থানা থেকে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, নুন, হলুদ, লঙ্কা দেওয়া হয়েছে। বিশ্ব মহামারির মতো এই দূর্যোগের সময়ে রক্ষক ফাউন্ডেশনের ডিরেক্টর চৈতালি দাস শহরের জরুরী পরিষেবায় নিযুক্র প্রত্যকেই ধন্যবাদ জানিয়েছেন এবং রাজ্যবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন।

No comments:

Post a Comment