বিভাজনের বিরুদ্ধে ভাষা মৈত্রী অনুষ্ঠান ২১ শে ফেব্রুয়ারী - Songoti

বিভাজনের বিরুদ্ধে ভাষা মৈত্রী অনুষ্ঠান ২১ শে ফেব্রুয়ারী

Share This

বার্তা প্রতিবেদন, কলকাতাঃ গত ২৩ বছর ধরে অ্যাকাডেমির সামনে ছাতিমতলায় রাতভর ২১শে পালন করে আসছে ভাষা ও চেতনা সমিতি। এ বছর ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবেন অসম ও বাংলাদেশের শিল্পীরাও। হবে আলোচনা। যার বিষয়: বাংলা ও বাঙালি। য়েকটি শব্দের মাধ্যমেই এ বার ২১ ফেব্রুয়ারির মাতৃভাষা দিবস উদ্‌যাপনে বিশেষ একটি বার্তা দেওয়া হয়েছে। ওই পোস্টার তৈরি করেছে ২১ ফেব্রুয়ারি উদ্‌যাপন কমিটি। দেশ জুড়ে সিএএ-বিতর্ক, এনআরসি-আতঙ্কর আবহে ২১ ফেব্রুয়ারিকে নতুন মাত্রায় বাঙালির সামনে তুলে ধরতে তৈরি হয়েছে এই কমিটি। গত ৮ ফেব্রুয়ারি সভা করে এই কমিটি তৈরি হয়েছে। ২০-২১ ফেব্রুয়ারি টানা দু’দিনের অনুষ্ঠান-সূচি তৈরি করেছে এই সংগঠন।২১ ফেব্রুয়ারি উদ্‌যাপন কমিটির তরফে সোমনাথ চক্রবর্তী বলেন, ‘আমরা সম্প্রীতির ডাক দিয়েছি। কারণ রফিক, জব্বার, সালামরা শুধু বাংলা ভাষার জন্য প্রাণ দেননি। তাঁরা সব মানুষের মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছেন।’ সোমনাথের কথায়, ‘ভারত বহুভাষা, বহু সংস্কৃতির দেশ। সেই বৈচিত্র্য রক্ষা করার জন্য দেশের প্রথম সারির ভাষাগুলি থেকে অন্তত একটি করে সঙ্গীত আমাদের দু’দিনের অনুষ্ঠানে রাখার চেষ্টা করছি। আমরা সমস্ত অংশের মানুষকে এই দু’দিনের অনুষ্ঠানে যোগ দিতে আহ্বান করছি।’

সৌজন্য ঃ এই সময়

No comments:

Post a Comment