বেঙ্গল কেমিস্ট এবং ড্রাগিস্ট ১০ লাখ টাকা দান করলেন মুখ্যমন্ত্রী'র ত্রাণ তহবিলে - Songoti

বেঙ্গল কেমিস্ট এবং ড্রাগিস্ট ১০ লাখ টাকা দান করলেন মুখ্যমন্ত্রী'র ত্রাণ তহবিলে

Share This

বিশ্বজিৎ দাস, কলকাতাঃ কলকাতার নজরুল মঞ্চে চলতি মাসে ৪০,০০০ সদস্যদেরকে নিয়ে Bengal Chemists and Druggists (BCDA) একটি অনুষ্ঠান করল। যেখানে রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, রোগীদের ফলদান করা, সমাজে বাস করা দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা, উচ্ছেদ জায়গায় ডেঙ্গির থাবা বসছে কিনা সেই জায়গা গিয়ে টহল দেওয়া, প্লাস্টিক মুক্ত বিশ্বজগৎ গড়ে তোলা। তাই এই বছরে জানুয়ারি মাসে শতবার্ষিকী অনুষ্ঠান করা হল।  যারা সমাজে তাঁদের কাজের ছাপ রেখেছে বহু বছর ধরেই। অনুষ্ঠানে ছিলেন চিকিৎসক





 সুকুমার মুখার্জী, বিখ্যাত ফিজিশিয়ান, মহাশয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিখ্যাত বাঙালি লেখক লেখিকা, বিখ্যাত সুরকার হৈমন্তী শুক্লা। এদিকে আবার অনুষ্ঠান চলার পাশাপাশি কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম (ববিদা) ১০ লাখ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে দান করেছেন। ফিরহাদ হাকিম এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলেন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি। এই অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গা থেকে অনুষ্ঠানে সাক্ষী হতে এসছিলেন। তাই এই দশকে ঐতিহাসিক অনুষ্ঠানে বিভিন্ন মানুষ সাড়া দিয়েছে জানিয়েছিলেন BCDA অনুষ্ঠানের কর্মকর্তারা।

No comments:

Post a Comment