ভিন্ন ব্যাকরণ || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি - Songoti

ভিন্ন ব্যাকরণ || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি

Share This


তোমার থেকে
যা পেয়েছি বিলিয়ে দিয়ে যাব,
তোমায় দেখে
যা শিখেছি শিখিয়ে তৃপ্তি পাব।


কে কতটুকু
দিল মান্যতা পরোয়া করি না,
যে যতটুকু
রাখে সখ্য অনান্তরিক ভাবি না।

আমার পথে
সফলতার ভিন্ন ব্যাকরণ,
আমার মতে
সফলতা মানে প্রেম-বরষণ।



দোষ কেবল,
অসহ লাগে অন্যায় প্রায়শই।
রোষ প্রবল,
রুষে উঠে তাই প্রতিবাদী হই।

লাভ নেই,
বুঝি যখন বিলম্ব হয়ে যায়।
মন সেই,
ভোগে তীব্র দহন জ্বালায়।

বেশী দিন,
আর তো নয় এসব কিছু।
নীতি হীন,
হয়ে যেন না করি মাথা নিচু!

No comments:

Post a Comment