জে-সি-বি পুরস্কারে মনোনীত হলেন মনোরঞ্জন ব্যাপারী - Songoti

জে-সি-বি পুরস্কারে মনোনীত হলেন মনোরঞ্জন ব্যাপারী

Share This


বার্তা প্রতিবেদন,কলকাতাঃ জে-সি-বি পুরস্কার, ভারতীয় লেখকদের জন্য এক প্রজ্জ্বলিত ক্ষেত্র তা বলা'র অপেক্ষা রাখে না। সাহিত্য জগতের এই পুরস্কার লেখকদের সাহিত্য রচনায় মান বাড়ায় । জে - সি -বি পুরস্কার বিজেতা লেখকদের ২৫ লক্ষ টাকা পুরস্কৃত করেন এবং বিজেতা সাহিত্যের অনুবাদকদের ১০ লক্ষ টাকা পুরস্কৃত করে। এছাড়া যে লেখক বা লেখিকা শর্ট লিস্টের আওতা ভুক্ত হন সেই শর্ট লিস্টের লেখকদের ১ লক্ষ টাকা পুরস্কার এবং অনুবাদককে ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হয়। বিশ্বের দরবারে ভারতীয় ভিন্ন ভাষী উচ্চমানের লেখাকে পৌছে দেওয়ার জন্য জে-বি-সি'র এই উদ্যোগ। গত বছর সহনাজ হাবিব ছিলেন এই পুরস্কারের বিজেতা।  চলতি বছর এই পুরস্কারের বিজেতা কে তা নিয়ে সাহিত্যজগত উৎসুখ, শুধু তাই নয় এই বছর দলিত মানুষদের নিয়ে যে কবি ও সাহিত্যিকের লেখা বারবার হেডলাইন হয় লেখক মনোরঞ্জন ব্যাপারী শর্টলিস্টেড হয়েছেন তাঁর বাতাসে বারুদের গন্ধ উপন্যাসের জন্য, এই উপন্যাসের অনুবাদক চক্রবর্তী। সঙ্গতি পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আগামী ৩রা নভেম্বর দিল্লীর বঙ্গীয় সমাজ ভবনে এই পুরস্কারের আনুষ্ঠানিক সমারোহ হবে।।

No comments:

Post a Comment