নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ পূর্ব-ভারতের প্রায় রাজ্যগুলি থেকে বাছাই করা প্রতিযোগীদের নিয়ে যে প্রতিযোগীতা'র ফিনালে শহরে হতে চলেছে তা হল কিং কুইন গ্ল্যাম হান্ট - মডেল হান্ট কন্টেস্ট।
|
বিভাস জানা'র ক্লাস |
|
চিরশ্রী সিংহ রায়ের ক্লাস |
আর তারই শেষে মূহুর্তের প্রস্তুতি হিসেবে চলেছে প্রতিযোগীদের প্রশিক্ষন। কারন কিং কুইন গ্ল্যাম হান্ট - মডেল হান্ট কন্টেস্টের ডিরেক্টর সগুফতা হানাফি মনে করেন সৌন্দর্যের দুনিয়ায় পা রাখার আগে প্রতিযোগীদের ইন্ডাষ্ট্রি'র কাজকর্ম নিয়ে ওয়াকিবহাল করিয়ে নেওয়াটাই দরকার। তাই ডায়েট - পুষ্টি নিয়ে মধুমিতা
|
মধুমিতা নিউগের ক্লাস |
|
আভিজিৎ দত্ত'র ক্লাস |
নিউগ, প্রেসেন্টাবল হওয়া নিয়ে দোলন মজুমদার, জুম্বা নিয়ে স্বপন রায় কিংবা ফোটোগ্রাফি নিয়ে অভিজিৎ দত্ত, সুমন দে'র মতো কর্ম বিশেষজ্ঞদের প্রশিক্ষন দেওয়া হয়েছে এই গ্ল্যাম হান্ট - মডেল হান্ট কন্টেস্টে। সমগ্র অনুষ্ঠানটি'র র্যাম্পওয়াল্কের মূল প্রশিক্ষন করছেন চীরশ্রী সিংহ রায়। প্রশিক্ষনে স্থান পার্টনার ছিল আই. এন. এই. এফ. টি। তবে সদ্য অনুষ্ঠিত হল বিভাস জানা'র মেকআপ ওয়ার্কশপ, তাঁর নিজেরই স্টুডিওতে।
|
দোলন মজুমদারের ক্লাস |
|
স্বপন রায়ের ক্লাস |
No comments:
Post a Comment