টিয়ের বিয়ে || নিশা ঘোষ দস্তিদার || সাহিত্যগ্রাফি - Songoti

টিয়ের বিয়ে || নিশা ঘোষ দস্তিদার || সাহিত্যগ্রাফি

Share This


পড়ল উলু ঝাঁকে ঝাঁকে,
শাখ বাজালো তিনটে কাকে।
এলো কতো অচিন পাখি,
বসো সবাই, বলছে ডাকি।
মিষ্টি এলো রাশি রাশি,
খাচ্ছে সবাই টাটকা,বাসী।
আকাশ থেকে শুধায় বাজ,
"তোদের বাড়ি কিরে আজ?"
ওড়না মাথায়, কনের সাজে,
চক্ষু মুদি, ভীষণ লাজে,
মিহি সুরে বলল টিয়ে,
"জাননা আজ আমার বিয়ে।

No comments:

Post a Comment