যুগান্তরের ঘূর্ণিপাকে জগৎ ছুঁতেই ই টি আই'এর সৌল টু সৌল - Songoti

যুগান্তরের ঘূর্ণিপাকে জগৎ ছুঁতেই ই টি আই'এর সৌল টু সৌল

Share This

সঙ্গতি ওয়েবডেক্স, কলকাতাঃ
 থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, –
 কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। 


মনে আছে কাজী নজরুল ইসলামের কবিতাটি? জগত দেখা যাদের জন্য হয় তারা হলেন ১. মা - বাবা  ২. শিক্ষক বা শিক্ষিকা। শিক্ষক যা দেন তা হল শিক্ষা শুধু শিক্ষা কি জগত দেখা  কিংবা মেধা 



প্রকাশে সাহায্য করে? কিন্তু কোনো শিক্ষক যদি সেই মেধা প্রকাশে সাহায্য করে তাহলে তো জগত দেখা'র সুযোগ কিছুটা হলেও আগে আসে। এমনই এক ইনস্টিটিউট ,এডুকেয়ার দ্যা ইনস্টিউট। সর্বভারতীয় লেবেলে ৩ বার ক্র্যাক করেছে এই ইনস্টিটিউটের ছাত্র - ছাত্রীরা। শুধু তাই নয় প্রতিবছর প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ নম্বরে পাস করেন এই ইনস্টিটিউটের ছাত্র - ছাত্রীরা। এডুকেয়ার দ্যা 



ইনস্টিউটটের উপাচার্য অনিশ কাঞ্জিলাল জানান, "উদ্দেশ্য নিয়ে কখন শুরু করিনি। ভেবে ছিলাম যারা ভালো পড়াশুনো করে তাদের সম্মাননা জানানো এবং যাদের ট্যালেন্ট আছে তাদের ট্যালেন্ট প্রকাশের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল বলে মনে করেছিলাম, তাই এই প্রয়াস দীর্ঘ ১৬ বছর ধরে




 করে আসছি।" সদ্য রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় সৌল টু সৌল। ১৭ জন অংশগ্রহনকারী নিয়ে অনুষ্ঠিত হয় র‍্যাম্প ওয়াল্ক, ব্যান্ড, ডিবেটস, সম্মাননা প্রদান, নৃত্যানুষ্ঠান সহ অনেক কিছুই।।

No comments:

Post a Comment