জীবন || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি - Songoti

জীবন || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি

Share This

এমনি করে
হেসে খেলে, কাটিয়ে
দেব জীবন।

হাসির পিছে
জমা যত রোদন,
থাক গোপন।

আলোক তত্ত্ব,
আঁধার তত্ত্ব বিনা
অস্তিত্ব হীন।

কালো রঙের
অস্তিত্বের পিছে তো,
শুভ্রতা-ঋণ।

থাকতো কি মর্ম
ঐ 'দ্রুত' কথাটির,
'ধীর'তা ছাড়া!

মন্দত্ব বিনা
'ভালো' কথাটি হয়,
গুরুত্ব হারা।

সুখ যেমন,
এই জীবনে দুঃখ
তেমন রবে।

শান্তি যেমন,
অশান্তি তেমন
সইতে হবে।

জীবন যুদ্ধে
কখনো যদি বন্ধু,
হার না হয়।

অন্তরাত্মা কি
করবে উপলব্ধি,
কী বস্তু জয়!

মানতে হবে,
জন্ম যেমন সত্য,
মৃত্যুও তাই।

বাস্তব মন্ত্র
হৃদয়ঙ্গম ছাড়া,
উপায় নাই। 

No comments:

Post a Comment