শ্মশান-রহস্য || শঙ্কর নাথ প্রামাণিক || সাহিত্যগ্রাফি - Songoti

শ্মশান-রহস্য || শঙ্কর নাথ প্রামাণিক || সাহিত্যগ্রাফি

Share This
এইখানে
এলেই বুঝি--
জীবনের রহস্যটা কী?
যত বিঘা জমিই থাক,
শেষে তো এই সাড়ে তিন হাত।
যতই করো টাকাকড়ি,
সবই তো সব থাকবে পড়ি।
সুন্দর এই শরীরটা
চিতার আগুনে যাবে পুড়ি।
যত রকমের অহমিকা সব
কালো ধোঁয়ায় যাবে মিশি।
ভালো কাজের স্মৃতিটুকু---
রাখবে তোমায় অমর করি।
বাদবাকী আর যত কিছু সব--
পঞ্চভূতে নেবে কাড়ি।

No comments:

Post a Comment