তৃতীয় লিঙ্গকে অন্যভাবে চেনাল সপ্তম ঋতু উৎসব - Songoti

তৃতীয় লিঙ্গকে অন্যভাবে চেনাল সপ্তম ঋতু উৎসব

Share This
দেবপ্রিয় মণ্ডল, কলকাতাঃ পরিচালক ঋতুপর্ণ ঘোষ-এর মত যারা তৃতীয় লিঙ্গের অধিকারী আজও তাঁরা অধিকাংশই ব্রাত্য। গত সাত বছর ধরে এই রুপান্তরকামীদের স্বপ্ন দেখাচ্ছেন আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ। তারই অংশ হিসাবে ঋতুপর্ণ ঘোষ স্মরণে সপ্তম ঋতু উৎসবের আয়োজন করা হয়েছিল আই.সি.সি.আর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে। মঙ্গলবার এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন 
                                



করে সৃজনী সঙ্গীতদল। মূল আকর্ষণ ছিল ১১জন রুপান্তরকামীদের নিয়ে ‘মহাভারত’ নৃত্যনাট্য যেখানে তুলে ধরা হয় নারীশক্তিকে। কোরিওগ্রাফার ছিলেন মেঘ সায়ন্তনী নিজে। এছাড়াও অনুষ্ঠানমঞ্চে বিশিষ্ট মানুষ যাঁরা সমাজের ভালোর জন্য কাজ করে চলেছেন তাঁদের হাতে তুলে দেওয়া হয় ঋতু অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পান বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত মল্লার ঘোষ, আরজে পারভীন, ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র, স্থায়ী বিশ্বশান্তির প্রবক্তা মাইকেল তরুণ প্রমুখ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে মেঘ সায়ন্তনীর দল রুদ্রপলাশের খুদে শিল্পীরা। অনুষ্ঠানের সহযোগী নিবেদক ছিল ‘সঙ্গতি’।



No comments:

Post a Comment