স্মরণে বরণে তুমি - Songoti

স্মরণে বরণে তুমি

Share This

গোপাল দেবনাথ, কলকাতাঃ আই. সি. সি. আর অডিটোরিয়ামে সেন্ট্রাল হাওড়া উৎসব সাংস্কৃতিক পরিবার তাদের ১৬ তম জন্মদিন উপলক্ষ্যে এক মনোজ্ঞ সন্ধ্যার আয়োজন করেছিল। সমাজের বেশ কিছু স্বনামধন্য গুণী মানুষ জন কে সংবর্ধনা দেওয়া হলো, সেই সঙ্গে তাদের প্রেরণাদাত্রীদের ও  


সম্মানিত করা হয়। সাংস্কৃতিক পর্যায়ের অনুষ্ঠান সূচিতে বিশ্বকবির ৭৮তম মহা প্রয়াণ দিবস উপলক্ষ্যে এক স্মরণ সন্ধ্যার আয়োজন করা হয়। সেন্ট্রাল হাওড়া উৎসব এর শিল্পীদের সমবেত পরিবেশনায় আবৃত্তি পাঠ ও সংগীত আলেখ্য চির পথের সঙ্গী প্রশংসার দাবী রাখে। নৃত্য শিল্পী  সৈকত সামন্তের পরিচালনায় ত্রিভঙ্গী নৃত্য সংস্থার  শ্যামা নৃত্য নাট্যের  শিল্পীরা পারদর্শিতার পরিচয় দিয়েছেন। নব সঙ্গীত ভারতীর   ছাত্র ছাত্রীদের সমবেত  সংগীতালেখ্য হে আলোর কবি উপস্থাপনা  দর্শকদের নজর কাড়ে। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা, পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন- বাচিক শিল্পী রাজীব চন্দ্র।।  

No comments:

Post a Comment