গান্ধী প্রিয় ‘বৈষ্ণব জন তো’ এবার গোত্রের চতুর্থ গান - Songoti

গান্ধী প্রিয় ‘বৈষ্ণব জন তো’ এবার গোত্রের চতুর্থ গান

Share This

পায়েল পাল, কলকাতাঃ গান্ধীজী বলতেন "বৈষ্ণব জন তো" নাকি একটি আত্ম - অনুশাসনের গান। তিনি দক্ষিন আফ্রিকা ও ভারতে জেলে থাকাকালীন এই গানটি বহুবার শুনতেন এই গান -  প্রাবন্ধিক শঙ্করলাল ভট্টাচার্য এমনই তথ্য তুলে ধরলেন উইন্ডোজ প্রোডাকশনের চতুর্থ গানটি প্রকাশের দিন। স্থান বেলেঘাটা গান্ধী ভবন, যেখান থেকে গান্ধীজী অনশন শুরু এবং ভঙ্গ করেন শুধু তাই নয় ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হয় সেই সময়ও তিনি এই ভবনেই বসবাস করতেন।।
         উইন্ডোজ প্রোডাকশন হাউসের প্রযোজিত ও পরিচালিত সিনেমা গোত্র, আর তারই চতুর্থতম গান  " বৈষ্ণব জন তো"। যা ভজনের মধ্যে সবচাইতে প্রিয় ছিল গান্ধীজী'র। এবার সেই প্রাচীন গুজরাটি গান শোনা যাচ্ছে বাংলায়। গানটির রূপান্তর করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং ভাবনা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা'র। এছাড়াও গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানটির প্রকাশ অনুষ্ঠানে নন্দিতা, শিবপ্রসাদ ও অনিন্দ্য ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক শঙ্করলাল ভট্টাচার্য ও এই ছবির সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীরা।

No comments:

Post a Comment