মহিলা সংঘের স্বচ্ছতা পক্ষ উদযাপন - Songoti

মহিলা সংঘের স্বচ্ছতা পক্ষ উদযাপন

Share This
দেবাশিস ঘোষ , চাঁচল : " SHG দিচ্ছে ডাক / অস্বচ্ছতা নিপাত যাক ” এই অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বচ্ছতা পক্ষ উদযাপন করছে স্বনির্ভর দলের মহিলারা। মালদহের চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর -১ ব্লকের ' মহেন্দ্রপুর পথের পাঁচালী' মহিলা সমিতি মঙ্গলবার এলাকায় পদযাত্রার মধ্য দিয়ে  সচেতনতামূলক প্রচার চালান। জানা গেছে , মহেন্দ্রপুর পঞ্চায়েত এলাকায়  স্বচ্ছতার প্রচার চালান হয়। স্বচ্ছতার প্রচার চালাতে “ পরিচ্ছন্নতাই পরিচয় / যত্রতত্র আবর্জনা নয় / সুস্থ পরিবেশ গড়ে উঠুক /প্রকৃতির হাত ধরে ” বার্তাও তুলে ধরা হয়। পাশাপাশি  “ জল বাঁচান , জীবন বাঁচান ” “ একটি গাছ , অনেক প্রাণ / গাছ লাগান , গাছ বাঁচান / পৃথিবী বাঁচান ” এই বার্তাগুলিও তুলে ধরা হয়।
সংঘের সভানেত্রী সালেহা খাতুন বলেন , "  দলের পক্ষ থেকে প্রচারের মাধ্যমে এলাকা পরিক্রমা করে  মানুষজনের কাছে  স্বচ্ছতার বার্তা তুলে ধরা হয়। "আনন্দধারার ডি এল টি আব্দুল সাত্তার বলেন , " ব্লক প্রশাসনের নির্দেশে ও ব্যবস্থাপনায় পক্ষকাল ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বনির্ভর দলের মহিলারা স্বচ্ছতা পক্ষ পালন করছেন। " হরিশ্চন্দ্রপুর -১ ব্লক প্রশাসন সূত্র থেকে জানা গেছে , ব্লকের ৭ টি পঞ্চায়েত এলাকাতেও ওই কর্মসূচী পালিত হচ্ছে।।

No comments:

Post a Comment