ভুতোর ভাবনা || নিশা ঘোষ দস্তিদার || সাহিত্যগ্রাফি - Songoti

ভুতোর ভাবনা || নিশা ঘোষ দস্তিদার || সাহিত্যগ্রাফি

Share This
কানটি ধরে বাবা বলেন,
বুঝলি ওরে ভুতো,
পরীক্ষাতে ফেল করলে
মারব রুলের গুঁতো।
ভুতো বাবু মনে মনে
ভাবে সারারাত, 
রুলের গুঁতো খেলে না হয়
একটু হব কাত।
কিন্তু লেখাপড়া করাটা যে
অতি কঠিন কর্ম।
পরীক্ষাতে পাশ করাটা
নয়তো আমার ধর্ম।
তিনটে কেলাশ পাশ দিয়েছি,
আর কত চান বাবা?
আমি কি আর আগের মত
তেমনি আছি হাবা।

No comments:

Post a Comment