রাজীর মুখার্জী, কলকাতাঃ দ্যা লেজেন্ডস, এই নামেই নাটকীয় র্যাম্প শো হয়েছিল শহরে। পরিচালনায় টিটু রক। দ্যা লেজেন্ডস অনুষ্ঠানটিতে যে চরিত্রগুলি মন কেড়েছে তা হল ঝাঁসির রাণী - ফিরাঙ্গী, ভারতমাতা- ভারতপুত্র, হির - রাঞ্ঝা - আলাদিন, কৃষ্ণ - রাধা, সতী - রামমোহন রায়, সত্যান্বেষীরা। প্রত্যেকটি চরিত্রকে অলঙ্করন করেছেন প্রীতি - রবীন্দর, সায়ন্তনী ঘোষ - সুমিত, অঞ্জলি, রাজা, বনি, হিয়া, অঙ্কিতা, অজয় রা। এছাড়াও প্রতিটি চরিত্রের পোষাক অলঙ্করন করেছেন ডিসাইনার ইরানী মিত্র। সহযোগী ছিল সৃষ্টি ডান্স অ্যাকাডেমীও। পরিচালক টিটু রক জানিয়েছেন, সমগ্র অনুষ্ঠানটি তাঁর মস্তিষ্কপ্রসূত হলেও, ডিসাইনার ইরানী দি ও ইন্দ্রানী দি'র সহযোগীতা ছাড়া অসম্ভব হত।।
...
No comments:
Post a Comment