মাইগ্রেন? মুক্তি দিতে পারে অ্যাপ - Songoti

মাইগ্রেন? মুক্তি দিতে পারে অ্যাপ

Share This

পল্লবী বোস, কলকাতাঃ মাইগ্রেন, আধুনিক জীবন ধারনে এক অযাচিত বন্ধু। তাঁর থেকে মুক্তি দিতেই গবেষকরা নিয়ে এলেন নতুন অ্যাপ। অ্যাপটি'র নাম রিলাক্স আহেড ? যা রোগীর পেশীকে শিথিল


করতে সাহায্য করে। এই চিকিৎসা'র নাম দেওয়া হয়েছে পি এম আর। গবেষকরা জানান ৫১ জন রোগীকে ৯০ দিন এই চিকিৎসা'র অধীনে রাখা হয়। এই রোগীরা প্রায় ৬ সপ্তাহ পর ৫১ শতাংশ যন্ত্রনা কম অনুভব করেন। গবেষক মাইনেন বলেন ৫১ জনের পরীক্ষার ফল বোঝা যাচ্ছে যে স্মার্টফোন টেকনোলজি মাইগ্রেন রোগীদের সুস্থ ভাবে বাঁচতে সাহায্য করবে।।

No comments:

Post a Comment