দেবাশিস ঘোষ , চাঁচল : জেলার মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্তের সংকট। রক্তদান শিবিরের আয়োজনে মালদহের মহিলা পরিচালিত এক স্বেচ্ছাসেবী সংস্থা উদীচী। সেন্ট জন অ্যাম্বুলেন্স ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা শাখার সহযোগিতা নিয়ে ওই সংস্থার উদ্যোগে রবিবার মালদহের মঙ্গলবাড়ির এক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ণপরিচয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ৷।
এক মহিলা রক্তদাতার মাধ্যমে এদিন শিবিরের উদ্বোধন হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তি পাত্র, মালদা জেলা রক্তদান আন্দোলনের আহ্বায়ক অনিল সাহা, ভারত স্কাউট এন্ড গাইডের সম্পাদক নিরঞ্জন প্রামাণিক, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সম্পাদক সৌমিত্র সরকার, মালদহের সি. এম. এইচ - ২ ডাঃ অমিতাভ মন্ডল, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলার সৌমেন সরকার, রক্তদান আন্দোলনের কর্মী বিশ্বজিৎ সিনহা , দিঠিপিয়া বন্দ্যোপাধ্যায়, মিজানুল ইসলাম ও সুরজিত মণ্ডল সহ বিশিষ্টজনেরা।।
উল্লেখ্য ,ওই এলাকার স্থানীয় যুবকেরাও স্বতস্ফুর্তভাবে এইদিন ওই কর্মসূচীতে যোগ দেন | শিবিরে রক্তদানে সামিল হন। জানা গেছে , এদিনের ওই শিবিরে ৩ মহিলা সহ মোট ৬৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷ শিবিরের শেষে সংস্থার সভাপতি পিয়ালি ঘোষাল সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ তিনি বলেন , " সকলের সহযোগিতায় শিবির সার্বিকভাবে সফল হয়েছে | সকলকে জানাই ধন্যবাদ |" পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উদীচীর সম্পাদিকা অঞ্জনা শিকদার।।
No comments:
Post a Comment