মালদহ জেলার ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এলেন তরুণেরা - Songoti

মালদহ জেলার ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এলেন তরুণেরা

Share This
দেবাশিস ঘোষ , চাঁচল :  দৌলতপুর শান্তি সংঘের পরিচালনায় ও  স্কাউট অ্যান্ড গাইড মালদহ জেলা শাখার সহযোগিতায়  দৌলতপুর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে বুধবার ১লা মে অনুষ্ঠিত হল  স্বেচ্ছায় রক্তদান শিবির। ১জন মহিলা সহ ৩০ জন শিবিরে ওইদিন  রক্ত দান করেন। রক্তদাতাদের উৎসাহিত করার জন্য  বক্তব্য রাখেন রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী দিঠিপ্রিয়া বন্দ্যোপাধ্যায় , অনিল সাহা , ভারত স্কাউটস অ্যান্ড গাইড মালদা জেলা শাখা,  বিশ্বজিৎ সিনহা , মুর্শিদাবাদ জেলার  রক্তদান আন্দোলনের কর্মী , কৌশিক বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর রক্তদান  আন্দোলনের কর্মী ও বরুণ সরকার , পাকুয়া সমবেত প্রয়াসের কর্মী।  শিবিরের শেষে সকল রক্ত দাতাকে ধন্যবাদ জানান শান্তি সংঘের সভাপতি নির্মল পাল। তিনি এইদিন ওই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন | তিনি বলেন ," শান্তি সংঘ ২০০৪ সাল থেকে নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে আসছে । আগামীতেও ধারাবাহিকতা বজায় থাকবে।।

No comments:

Post a Comment