"কন্ঠ" - এর দর্শক অনুভূতি নিয়ে কলম ধরলেন শিক্ষিকা রীনা দত্ত বন্দ্যোপাধ্যায় - Songoti

"কন্ঠ" - এর দর্শক অনুভূতি নিয়ে কলম ধরলেন শিক্ষিকা রীনা দত্ত বন্দ্যোপাধ্যায়

Share This
কাজের চাপে হাঁসফাঁস করা আমি আজ অনেকদিন বাদে একটু মুক্তির নিঃশ্বাস ফেলতে গেছিলাম। কোথায়! 
আর কোথায়? আমার মুক্তি তো নাটক আর সিনেমাতেই।।
            দেখলাম সিনেমা -" কন্ঠ " - শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি। ভরপুর আনন্দ নিয়ে বাড়ী ফিরলাম।।
             চিত্রনাট্য ভালো, গতি আছে, অভিনয়ও দুর্দান্ত। শিবপ্রসাদ দিনে দিনে নিজেকে প্রমান করছেন। পরিচালক হিসাবে যদিও বা ওর কিছু মার্ক্স কাটা যায়, অভিনেতা হিসাবে একেবারে একশোয় একশো।।
              মানুষের শক্তির জায়গাটা যদি হঠাৎই তাঁর দুর্বলতার কারন হয়ে ওঠে, তাহলে সে যে কতটা অসহায় হয়ে পড়ে, তাঁর যন্ত্রনা যে কি মর্মান্তিক হয়, শিবুর অভিনয়ে তা স্পষ্ট হয়েছে। আবার ঐ যন্ত্রনা থেকে অবিরাম চেষ্টায় আলোয় ফেরাটাও যথাযথ। এ বিষয়ে চিত্রনাট্যের প্রয়োজনীয় সহযোগিতা তিনি পেয়েছেন অবশ্যই।।
                শিবপ্রসাদের সঙ্গে যথার্থ সঙ্গত করেছেন স্ত্রীর ভূমিকায় পাউলি দাম আর স্পিচ থেরাপিস্ট'এর ভূমিকায় জয়া আহসান।।
                ডাক্তার - রোগীর সম্পর্কে একটা সূক্ষ্ম রোমান্টিক মোচড় দেওয়া হয়েছে। কিন্তু না - সেটা বিস্তারিত করে বোঝা বাড়ানো হয়নি। ছবির শেষে একজন ফ্যামিলিম্যান অর্জুন মল্লিককে তুলে ধরা হয়েছে।।
                  ছবির গানও অনবদ্য। বিশেষ করে দুটি গান - "ইদানীং থাকছি ডুবে অবাক জলে" আর "সবাই চুপ"।।
                    শিবপ্রসাদ ও নন্দিতা ঘরানার ছবি এটি ; কিন্তু পরিমিতিবোধ ও অভিনয়ের গুনে অন্য সিনেমা - গুলির থেকে 'কন্ঠ' এগিয়ে থাকবে।। 
                     ঠিক এমনিভাবেই সমালোচকদের "চুপ" করিয়ে এগিয়ে যান শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালক জুটি বাংলা সিনেমার দর্শক হিসাবে বারবার যেন আপনাদের জানাতে পারি - " অভিনন্দন - অভিনন্দন আর অভিনন্দন"।।

No comments:

Post a Comment