আলো নিভতে চলেছে "মিত্রা"র - Songoti

আলো নিভতে চলেছে "মিত্রা"র

Share This

পায়েল পাল, কলকাতাঃ আরামপ্রিয় মাল্টিপ্লেক্সের কাছে বহুদিন আগের থেকেই হার মানতে শুরু করেছে ঐতিহ্যে'র প্রেক্ষাগৃহগুলি। আজ হার মানল আরও একটি প্রেক্ষাগৃহ।  সাল ১৯৬৩, থিয়েটার পাড়ায় তৈরী হয়েছিল আরও একটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহ "মিত্রা"। তপন সিংহ থেকে মৃনাল সেন, সত্যজিৎ রায় থেকে  ঋত্বিক ঘটক প্রত্যেকেরই ছবি সুপার হিটে চলেছে। শুধু তাই নয় বলিউডের নামি দামি সিনেমাও হাউসফুলের সাক্ষী থেকেছে এই সিনেমা হল থেকে।।

মাল্টিপ্লেক্সের মাল্টি স্ক্রিনের কাছে হার মেনেছে সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহটি সামঞ্জস্য করতে গিয়েই খরচ হল তিনগুন, কিন্তু দর্শকের তো দেখা নেই। কাজেই চিরতরে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মিত্রা কর্তৃপক্ষ।।

No comments:

Post a Comment