নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ বাংলার লোকগীতি'র পরিচিত ব্যান্ড দোহার, আশা করি তা আপনাদের অপরিচিত নয়! হ্যাঁ দোহারের আয়োজনে আগামী ১৬ ও ১৭ ই পি সি চন্দ্র গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে লালন সাঁই পরম্পরার গান নিয়ে এক কর্মশালা। সমগ্র অনুষ্ঠানটি'র পরিচালনা করবেন দোহার সহ বাংলাদেশ থেকে আগত শিল্পী চন্দনা মজুমদার এমনটাই জানিয়েছেন দোহার কর্তৃপক্ষ ।।
রিপোর্ট ঃ মানসী দাস
ক্যামেরা ঃ পায়েল পাল
রিপোর্ট ঃ মানসী দাস
ক্যামেরা ঃ পায়েল পাল
No comments:
Post a Comment