
ছেলেটি'র নাম অঞ্জন ধাউরি, বয়স ১৮। ছোট বেলা থেকেই তুলি ও কাগজের নিজেকে খুজে পেতো সে। শখ থেকেই ফোটোগ্রাফি বেছে নেওয়া। কাজের প্রেরনা তাঁর ছোটো বেলায় হারিয়ে যাওয়া আঁকার খাতা। সে বলে সে নতুন নতুন আবেগকে মডেলদের মাধ্যমে নিজের ফ্রেমে বন্দি করতে চায়। এখন পর্যন্ত তাঁর ফ্রেমে আটকা পড়েছেন বাংলা চলচ্চিত্রে কিছু পরিচিত মুখ যেমন সঞ্জনা ব্যানার্জী, দেবলীনা কুমার, জন, সোমরাজ, অদ্রিজা, পায়েল মুখার্জী সহও অনেকেই। আপনআর আবেগকে নিজস্বতায় তুলে ধরতে অপেক্ষায় অঞ্জন। তাহলে দেরী কীসের আজই চেক ইন করুন ওনার ফেসবুক প্রোফাইলে।।
No comments:
Post a Comment