দেবাশিস ঘোষ, চাঁচল : "বিবাহের পূর্বে রাশি বা কোষ্ঠী বিচার নয় , রক্ত বিচার করুন ।থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন",এই স্লোগানকে সামনে রেখে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদহ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল । ওই সংস্থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিট। মালদা শহরের

অতুল মার্কেটের সেবা নিকেতনে আয়োজিত শিবিরে জেলাসহ পার্শ্ববর্তী দুই জেলা দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার প্রায় ৫০জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন বলে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদহ জেলা শাখার সূত্র থেকে জানা গেছে। আরও জানা গেছে , জনসাধারণকে রক্ত বিজ্ঞান বুঝিয়ে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে যুক্ত করা ও থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে সচেতনতা গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের উদ্দেশ্য। শিবিরে থ্যালাসেমিয়া টেস্টের জন্য ৩৪ জনের রক্ত সংগ্রহ করা হয়। এদিন ওই শিবিরে উপস্থিত ছিলেন মালদহের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অমিতাভ মন্ডল , ডাঃ বি কে ঘোষ, থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট, মালদা, সৌমিত্র সরকার, সম্পাদক, সেন্ট জন অ্যাম্বুলেন্স, মালদা ও অনিল কুমার সাহা, লেকচারার, সেন্ট জন অ্যাম্বুলেন্স।।
No comments:
Post a Comment