কথা রাখলেন নায়িকা - Songoti

কথা রাখলেন নায়িকা

Share This

বার্তা প্রতিবেদন,কলকাতাঃ  "পরিবারের সাথে সময় কাটাব, পার্টি করব ইচ্ছে ছিল অনেক দিন ধরেই। সবাইকে নিয়ে একটু বাইরে হই হই করব। কাজের চাপে হয়ে উঠছিল না।তাই ব্যাস্ততার মধ্যেও সময় বার করে মা বাবা, আত্মীয় পরিজন , রেঞ্চ  (প্রিয় সারমেয়) ও কিছু কাছের বন্ধুদের নিয়ে হঠাৎ করে এক   পার্টি করে ফেললাম। শুধুই পরিবার ও বন্ধুরাই ছিল। আর সব কিছুর মাঝে পরিবারকেও তো সময় দিতে হয়। তাই কোনো ওকেশন ছাড়াই ছিল এই সন্ধ্যের আয়োজন।" বক্তব্য অভিনেত্রী সায়ানি ঘোষ। রইল তারই কিছু মুহুর্ত।।



No comments:

Post a Comment