বৃষ্টি'র পরোয়া না করে প্রকাশিত হলও যুগ সাগ্নিকের শ্রাবন সংখ্যা - Songoti

বৃষ্টি'র পরোয়া না করে প্রকাশিত হলও যুগ সাগ্নিকের শ্রাবন সংখ্যা

Share This

পায়েল পাল, কলকাতা ঃ একই শ্রাবন মাস, বৃষ্টি হবে তা আবার হয় নাকি ! গেলো রবিবারও বাদ পড়ল না বৃষ্টি। কোথাও কোথাও তো হাটু অব্দি জল। কিন্তু তাও আসানসোল, মেদিনীপুর, পুরুলিয়া থেকে সাহিত্য পিপাসীরা ভিড় করেছিল অবনীন্দ্রনাথ সভাগৃহে। হ্যা, সেদিন ছিল যুগ সাগ্নিক পত্রিকার শ্রাবন সংখ্যা প্রকাশের দিন। প্রায় ১৫০ অধিক মানুষ আপন করেছিল এই অনুষ্ঠানটিকে। যুগ সাগ্নিক একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা, যা প্রতি ৩ মাস অন্তর প্রকাশিত হয়। এই পত্রিকার সম্পাদক হলেন প্রদীপ গুপ্ত। পত্রিকা প্রকাশের অনুষ্ঠানটি সাহিত্য সম্মেলন কেন্দ্রিক হলেও শ্রুতি নাটক - গানকেও সাংস্কৃতিক অগ্রগতি'র জন্য সমান প্রাধান্য দেওয়া হয়। পশ্চিম বাংলার আঞ্চলিক ভাষাকে বাঙালী মননে স্থান দেওয়ার জন্য যুগ সাগ্নিকের শ্রাবন সংখ্যা পত্রিকা থেকে শুরু হল আঞ্চলিক ভাষার ব্যাপ্তি।।

No comments:

Post a Comment