
বার্তা প্রতিবেদন, কলকাতা ঃ সম্প্রতি আসানসোলের গ্যালাক্সি মলে মি অ্যান্ড ডাব্লু উদ্বোধন করল তাদের প্রথম স্টোর। ভারতীয় পোশাকের নানাবিধ সম্ভার নিয়ে তৈরী মি অ্যান্ড ডাব্লু। শুধু দেশীয় সংস্থারই পোশাকই নয় মিলবে বিদেশী সংস্থারও পোশাক। মি অ্যান্ড ডাব্লুর কর্নধার কমাল দুবে জানিয়েছেন, খুব শীঘ্রই তাদের ৭ টি আরও আউটলেট উদ্বোধিত হলে চলেছে সমগ্র পূর্ব ভারতে। মি অ্যান্ড ডাব্লুর অপেরাশন ম্যানেজার কে. এস. তিয়ারী উদ্বোধন করেন এই স্টোরটি।।
No comments:
Post a Comment