দেবাশিস ঘোষ , চাঁচলঃ বন্যাবিধ্বস্ত কেরল। সেখানকার বানভাসি মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অর্থ সংগ্রহে নামল মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা। দুই শিক্ষকের তত্ত্বাবধানে স্কুলের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা ওই রাজ্যের বন্যাপীড়িত মানুষের সাহায্যের জন্য সোমবার চাঁচলের রাস্তায় নেমে অর্থ সংগ্রহ করে। এইদিন ওই ছাত্রছাত্রীরা বাসস্ট্যান্ড শহরের এলাকা জুড়ে বিভিন্ন দোকান , ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পথ চলতি সাধারণ মানুষের আবেদন
জানায়। ভাদ্র মাসের প্রখর রোদ ও গরমের মধ্যেও তাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীরা জানায় "টিভিতে দেখেছি, খবরে পড়েছি বন্যা বিধ্বস্ত কেরলের কথা। প্রকৃতির রোষে মানুষ অসহায়। ছাত্রছাত্রী হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। তাই তাঁদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহে কৌটো হাতে রাস্তায় নেমেছি। সাড়া কেমন পাওয়া গেছে ? ছাত্রছাত্রীরা জানায়, আমাদের আবেদনে এলাকার মানুষ যথেষ্টই সাড়া দিয়েছেন। ছাত্রছাত্রীদের সঙ্গে এন এস ইউনিটের প্রোগ্রাম অফিসার পার্থ চক্রবর্তী ও বিজ্ঞান বিভাগের শিক্ষক পার্থ সরকারও ছিলেন। তাঁরা তাদের উৎসাহ যোগান। এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার তথা শিক্ষক পার্থ চক্রবর্তী জানালেন , " বন্যায় বিধ্বস্ত কেরল। ওই রাজ্যের বানভাসি মানুষের সাহায্যার্থে এন এস এস ইউনিটের ছাত্রছাত্রীদের নিয়ে অর্থ সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত অর্থ কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠান হবে। "
জানায়। ভাদ্র মাসের প্রখর রোদ ও গরমের মধ্যেও তাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীরা জানায় "টিভিতে দেখেছি, খবরে পড়েছি বন্যা বিধ্বস্ত কেরলের কথা। প্রকৃতির রোষে মানুষ অসহায়। ছাত্রছাত্রী হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। তাই তাঁদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহে কৌটো হাতে রাস্তায় নেমেছি। সাড়া কেমন পাওয়া গেছে ? ছাত্রছাত্রীরা জানায়, আমাদের আবেদনে এলাকার মানুষ যথেষ্টই সাড়া দিয়েছেন। ছাত্রছাত্রীদের সঙ্গে এন এস ইউনিটের প্রোগ্রাম অফিসার পার্থ চক্রবর্তী ও বিজ্ঞান বিভাগের শিক্ষক পার্থ সরকারও ছিলেন। তাঁরা তাদের উৎসাহ যোগান। এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার তথা শিক্ষক পার্থ চক্রবর্তী জানালেন , " বন্যায় বিধ্বস্ত কেরল। ওই রাজ্যের বানভাসি মানুষের সাহায্যার্থে এন এস এস ইউনিটের ছাত্রছাত্রীদের নিয়ে অর্থ সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত অর্থ কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠান হবে। "
No comments:
Post a Comment