রাখি বন্ধনের দিন স্বেচ্ছাশ্রম, গ্রামে ঘুরে ঘুরে ডিডিটি স্প্রে করলেন এই ক্লাবের সদস্যরা - Songoti

রাখি বন্ধনের দিন স্বেচ্ছাশ্রম, গ্রামে ঘুরে ঘুরে ডিডিটি স্প্রে করলেন এই ক্লাবের সদস্যরা

Share This

দেবাশিস ঘোষ, চাঁচলঃ সন্ধ্যে নামতেই শুরু হয়ে যায় মশার উপদ্রব। অতিষ্ঠ এলাকার মানুষ। মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রুখতে রবিবার রাখিবন্ধনের দিন বিশেষ উদ্যোগ নিল মালদহের চাঁচল - ১ ব্লকের কলিগ্রামের মুনলাইট ক্লাবের সদস্যরা। ব্লক স্বাস্থ্য দফতরের সহযোগিতা নিয়ে এইদিন কলিগ্রাম এলাকা জুড়ে ডিডিটি স্প্রে করা হয়। ক্লাবের সূত্রে খবর ,  সকাল ৮ থেকেই এইদিন ওই

কর্মসূচী শুরু করা হয়। সন্ধ্যে পর্যন্ত এলাকায় ঘুরে ঘুরে গলিপথ থেকে শুরু করে জলা জায়গা ও ঝোপঝাড় সহ সর্বত্র স্প্রে করা হয়। ক্লাবের সদস্যরা স্বেচ্ছা শ্রম দেন। চাঁচল - ১ ব্লক স্বাস্থ্য দফতরের কাছে ওই কর্মসূচী পালনের জন্য ক্লাবের তরফে আগেই আবেদন জানান  হয়েছিল। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে  ৪ বস্তা ডিডিটি পাউডার দেওয়া হয়। ক্লাবের তরফে  স্প্রে মেশিন ভাড়া করে নিয়ে আসা হয়। ক্লাবের সদস্যরা এলাকায় ঘুরে ঘুরে ডিডিটি স্প্রে করেন। ক্লাবের সদস্য রতন দাস জানালেন , 

" প্রতি বছরই স্বাস্থ্য দফতরের সহযোগিতা নিয়ে আমরা এই কর্মসূচী পালন করি। পাশাপাশি ক্লাবের প্রবীণ সদস্যেরা এলাকার নতুন প্রজন্মকেও সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকি। "ওই ক্লাবের সভাপতি মোতিলাল গোস্বামী ও সম্পাদক প্রণবেশ রায়চৌধুরি একযোগে জানালেন , " এলাকায় সামাজিক দায়িত্ব পালন করাই ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য। পুজো ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে এধরণের কর্মসূচী নেওয়া হয়।।

No comments:

Post a Comment