বর্ষা মরশুমে রক্ষাকবচ চবনপ্রাস - Songoti

বর্ষা মরশুমে রক্ষাকবচ চবনপ্রাস

Share This
সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন শারিরীক  সমস্যা দেখা দেয়। গ্রীষ্ম,বর্ষা,শীত এই তিনটি ঋতু আমাদের দেশের জলবায়ুতে প্রকট ভাবে বিচরন করে। তবে মূলত বর্ষাকালে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। এই বিষয়ে স্বাস্হ্য সচেতনতার লক্ষ্যে ডাবর কোম্পানির 
পক্ষ থেকে আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে বিশিষ্ট আয়ুর্বেদ চিকিতসক পরমেশ্বর অরোরা জানান,ডাবর এর তৈরী আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরী চবনপ্রাস দৈনন্দিন ব্যহার স্বাস্হ্যের পক্ষে উপকার। এদিন নতুন স্বাদের আয়ুর্বেদিক চবনপ্রেস ব্যবহারের বিষয়ে বিস্তৃত জানান। এদিন উপস্হিত ছিলেন সংস্হার জয়েন্ট ম্যানেজার দীনেশ কুমার। তিনি বলেন এই মূহুর্তে বানিজ্যিক বাজারে আমাদের প্রায় ৪০০ কোটির উপর বিক্রী এবং পশ্চিমবঙ্গে এর চাহিদা জনপ্রিয়। প্রস্তুতকারক হিসাবে শুধু ভারত নয় পাশাপাশি বিভিন্ন প্রতিবেশী দেশ গুলিতে উপলব্ধ।।

No comments:

Post a Comment