টোটোচালককে থাপ্পড় মারার অধিকার প্রশাসনের নেই - Songoti

টোটোচালককে থাপ্পড় মারার অধিকার প্রশাসনের নেই

Share This

দেবাশিস ঘোষ , চাঁচলঃ “ আমাদের একটাই শ্লোগান। শ্রমিকের চাই মর্যাদা , চাই অধিকার। বেঁচে থাকার অধিকার দিতে হবে। টোটো চালকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে হলফনামাও দিয়েছেন। কিন্তু শুধু অধিকার নিলেই হবে না। সরকার যে নীতি নির্ধারণ করে দেবেন তা আমাদের মেনে চলতে হবে। 
রাস্তার কোথায় টোটো দাঁড়াবে ,কোথায় দাঁড়াবে না তা মেনে চলতে হবে। ভাড়াও যেন নির্দিষ্ট থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। নিয়ম মেনে টোটো চালাতে প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাইব। কিন্তু কোন অপ্রীতিকর ঘটনা মেনে নেওয়া যাবে না।একজন টোটোচালক বিপদে পড়লে আমরা সকলে তাঁর জন্য ঝাঁপিয়ে পড়ব  টোটোচালককে থাপ্পড় মারার অধিকার প্রশাসনের নেই। ৪ ঘণ্টা আটকে রাখারও অধিকার নেই। নেই কান ধরে উঠবোস করানোর অধিকার। অন্যায় করলে আদালত বিচার করবে। কিন্তু কিছু  উচ্চপদাধিকারীদের মধ্যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে।যার হাতে লাঠি থাকার কথা নয়, তিনি লাঠি হাতে বেরিয়ে পড়ছেন।” রবিবার মালদহের চাঁচল হাটখোলা চত্বরে আই এন টি টি ইউ সি অনুমোদিত মালদহ জেলা ই রিকসা অপারেটরস ইউনিয়নের চাঁচল শাখা কমিটির পুনর্গঠন ও ২১ জুলাই –এর প্রস্তুতি সভা সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন আই এন টি টি ইউ সি-র মালদহ জেলা কমিটির সভাপতি ডঃ মানব বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন , “ শহিদ দিবসে যাওয়ার  জন্য সভায় সকলের কাছে আবেদন জানিয়েছি। যথেষ্টই সাড়া পেয়েছি। আগামীদিনে আমরা এখানে রক্তদান শিবির করব। শ্রমিক সংগঠনের ডাকে জেলার প্রতিটি ব্লকেই রক্তদান শিবির করা হবে।” আই এন টি টি ইউ সি-র চাঁচল -১ ব্লক কমিটির সভাপতি দেবব্রত সিংহ বলেন , “ টোটোচালকদের সম্মান চাই। চাই অধিকার। জীবিকা নির্বাহের জন্য তাঁরা টোটো চালাচ্ছেন। পেটের দায়ে সংসার চালাতে তাঁদের টোটো চালাতে হচ্ছে। তাঁরা কোনও অপরাধ করছেন না। আইনসঙ্গত পেশার সঙ্গেই যুক্ত আছেন।সভায় উপস্থিত ছিলেন চাঁচল -১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী , কার্যকরী সভাপতি দেবজিৎ রায়চৌধুরি , ইন্তাজ হোসেন, তৃণমূল নেতা তথা আইনজীবী গোলাম মোস্তাফা কামাল প্রমুখ ৷এইদিন চাঁচল -১ ব্লকের বিভিন্ন প্রান্তের প্রায় ৬০০ টোটোচালক উপস্থিত ছিলেন। জানা গেছে , সভার শেষে ২৬ জনকে নিয়ে ইউনিয়নের চাঁচল শাখা কমিটি পুনর্গঠিত হয়েছে।।

No comments:

Post a Comment