দেশের বানিজ্য শিল্প কে তুলে ধরতে উদ্যোগী কেন্দ্রীয় সরকারঃসুরেশ প্রভু - Songoti

দেশের বানিজ্য শিল্প কে তুলে ধরতে উদ্যোগী কেন্দ্রীয় সরকারঃসুরেশ প্রভু

Share This
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ কলকাতায় ফেডারেশনয় অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অরগানইজেশন এর উদ্যোগে বানিজ্য বিষয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশের কেন্দ্রীয় বানিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী সুরেশ প্রভু। এছাড়াও আলোচনায় উপস্হিত ছিলেন প্রেসিডেন্ট গনেশ কুমার গুপ্তা,ফিও ইষ্টার্ণ রিজিয়নাল চেয়ারম্যান নারী কল্যানী,কেওপিটি চেয়ারম্যান ভিনীত কুমার,ডিজিসিআইএস ডিরেক্টর জেনারেল 
জ্যোতির্ময় পোদ্দার,অ্যাডিশনাল ডিজিএফটি অনিন্দিতা সেনগুপ্ত,কাস্টমস চিফ কমিশনার এসএন সাহা,কেন্দ্রীয় বানিজ্য দপ্তরের জয়েন্ট সচিব এস মিশ্র সহ শিল্প জগতের বিশিষ্ট ব্যাক্তিরা। এই আলোচনাসভায় কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু দেশের বানিজ্য শিল্পের চিত্র তুলে ধরেন। তিনি বলেন দেশের শিল্পজাত দ্রব্য এক্সপোর্টের ক্ষেত্রে ভারত উল্লেখ্য। চলতি অর্থবর্ষে জুন মাস পর্যন্ত ২০ শতাংশ এক্সপোর্ট হয়ছে। তিনি বলেন বিশ্ব বানিজ্য সংস্হার পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক শিল্প বাজারে ভারত জায়গা করেছে। তিনি জানান বাণিজ্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকার লাতিন আমেরিকা,আফ্রিকার মত দেশের সাথে বানিজ্যিক চুক্তিবদ্ধ হয়ছে।।

No comments:

Post a Comment