আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হল নন্দনে - Songoti

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হল নন্দনে

Share This
পায়েল পাল, কলকাতাঃ ১৭ টি দেশ ৩২ টি সিনেমা নিয়ে শুরু হল ১৮ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উতসব। সিনে সেন্ট্রাল ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগে এই চলচ্চিত্র উতসব। নন্দনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উতসবের আনুষ্ঠানিক শুভারম্ভ করেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী সহ  সেন্ট্রালের সাধারণ সম্পাদক পরিমল মুখার্জী, ইউনিসেফ এর চিফ অফ ফ্লিড মহঃ মহিউদ্দিন, প্রাক্তন বিচারপতি শ্যামল কুমার সেন, একজিকিউটিভ ডিরেক্টর আয়সা সিনহা সহ ছোটো খুদের দল। এই বছর চলচ্চিত্র উতসবের থিম নারীর মূল্য। সম্প্রতি চলচ্চিত্র উতসবের উদ্বোধন হলেও কলকাতায় শুরু হবে অগাস্টের ৯ থেকে ১২ নন্দনের ২ নং প্রেক্ষেগৃহে এবং ১৮ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উতসবের মালদা টাউন সিটির সানাউল্লাহ  প্রেক্ষাগৃহে ২৩ এবং ২৪ শে অগাস্টে প্রাথমিক শুভারম্ভ হবে। ২৯ শে অগাস্ট থেকে টানা ৭ দিন একই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে রেইনবো জেলি ও অরন্যদেব চলচ্চিত্র দুটি। আরও জানিয়ে রাখা ভালো, যে শিশুদের মা - বাবা সহ বিনামূল্যে তিনটি সময় দুপুর ২ টো, বিকেল ৪ টে এবং সন্ধ্যা ৬ টায় প্রদর্শিত হবে সিনেমা।। 

No comments:

Post a Comment