
বার্তা প্রতিবেদন, দক্ষিন দিনাজপুরঃ খুব শীঘ্র আসছে স্বল্পদৈর্ঘ্যের ছবি "মনবারে"। varada entertainment প্রোডাকশন হাউসের এক অন্য ধরনের মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরী এই ছবিটি ডিরেকশন করেছেন সমীর সিংহ, মেকাপ বাবন ইসলাম। ছবিটিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন দেবাংশু রায়। তার সাথে অভিনেত্রী ছিলেন দিল্লীর মেয়ে পুনম রানা।এই ছবিটির পুরোতাই শ্যুটিং হয়েছে দিল্লিতে। ছবিটির নির্দেশক সমীর সিংহ ছবি টা নিয়ে খুব আশাবাদী। তিনি বলেন এই ছবিটি একটি প্রেমের গল্প হলেও একদম অন্যরকম ঘরানায় তৈরি। যার ফলে এই ছবিটি আমরা বিভিন্ন ফ্লিম ফেস্টিভ্যালেও নিয়ে যাব। এবং সেখানেও ভাল কিছু করার বিষয়ে আমরা খুব আশাবাদী। দেবাংশুকে প্রশ্ন করলে তিনি বলেন মালদা থেকে গিয়ে ছবিতে অভিনয় করবার রাস্তা টা খুব সহজ ছিল না এর আগে আমি বাংলাদেশের অনেক শর্ট ফ্লিম করেছি এছারা একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি " হার মানা হার" করেছি। আগামী দিনে পুনম রানার সাথে অনেক গুলি কাজ আসছে।।
No comments:
Post a Comment