রজত জয়ন্তী বর্ষে পদার্পন ভারত নির্মান অ্যাওয়ার্ডে'র - Songoti

রজত জয়ন্তী বর্ষে পদার্পন ভারত নির্মান অ্যাওয়ার্ডে'র

Share This
পায়েল পাল, কলকাতা: প্রতি বছরের মতো এ বছরও কলামন্দির'এ অনুষ্ঠিত হল ভারত নির্মাণ অ্যাওয়ার্ড। ভারত নির্মাণ অ্যাওয়ার্ড এই বছর ২৫তম বর্ষে পদার্পন করল। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুপ্রেরণায় এবং স্বর্গীয় এম. সি. ভান্ডারির প্রচেষ্টায় ১৯৮০ সালে ভারত নির্মাণ প্রতিষ্ঠিত হয়।দীর্ঘদিন ধরে দেশের সামাজিক কল্যাণমূলক কাজের সাথে যারা যুক্ত, তাদের 
                                         

যোগ্যসম্মানে ভূষিত করতেই এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই বছর ভারত নির্মাণ অ্যাওয়ার্ড'এ  মনোনিত ছিলেন লিভিং লেজেন্ড অ্যাওয়ার্ড - খ্যাতনামা বলিউড তারকা প্রেম চোপড়া, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড - ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবক্স সিং ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল (১৯৯৯ সাল) এবং এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় শ্যামল কুমার সেন মহাশয়। সেরা কাপল্ অ্যাওয়ার্ড - নিসপাল্ সিং ও কোয়েল মল্লিক। তাছাড়া, অ্যাচিভার অ্যাওয়ার্ডস -এর তালিকায় রয়েছেন প্রহ্লাদ রাই আগরয়াল, রাজা মুরাদ, কেয়া শেঠ, ভরত জে.মেহেরা ও অন্যান্যরা।বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঊষা উত্থুপ।।


 


No comments:

Post a Comment